News71.com
 Bangladesh
 26 Nov 21, 11:39 AM
 44           
 0
 26 Nov 21, 11:39 AM

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ॥

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ॥

নিউজ ডেস্কঃ সারা দেশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এটির উতপত্তিস্থল ছিল মিয়ানমারের হাখা শহরের উত্তর-পশ্চিমে। যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার (২৬ নভেম্বর) ৫টা ৪৫ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ ও ভারত সীমান্ত সংলগ্ন মিয়ানমারের চীন রাজ্যের রাজধানী হাখা শহরের ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। তবে দেশের কোথাও ভূমিকম্পের ফলে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা সাবিহা আক্তার নামের এক শিক্ষার্থী জানান, তিনিসহ বাসার সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আশপাশের মানুষের চিৎকারে জেগে ওঠেন। বুঝতে পারেন তিনি কাঁপছেন। এ সময় অনেক ভয় পান বলেও জানান এ শিক্ষার্থী। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই ভূমিকম্পের কারণে তাদের ভয় পাওয়ার খবর জানাচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন