নিউজ ডেস্ক : তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমানে বাংলাদেশের ৫ লাখ তরুণ অনলাইন আর্নিং প্রজেক্টে কাজ করছে। আমাদের দেশের এই মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে শুধু আইসিটি খাত থেকেই ২০২১ সালের মধ্যে আয় হবে ৫ বিলিয়ন মার্কিন ডলার। প্রতিমন্ত্রী পলক আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় পর্যায়ের হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সংবাদ সন্মেলনে প্রতিমন্ত্রী পলক বলেন, ছোটবেলা থেকে শিক্ষার্থীদের মধ্যে তথ্য ও প্রযুক্তির বিকাশ করতে পারলে বাংলাদেশ একসময় দ্বিতীয় সিলিকন ভ্যালি অথবা দ্বিতীয় ব্যাঙ্গালুরে পরিনত হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আয়োজনে ৫০০ উপজেলা ও থানার ১০০০ স্কুলে প্রচারনামূলক অ্যাক্টিভেশন , মেন্টরস ট্রেনিং, ফেসিলেটর কর্মশালা, ৬৪টি জেলায় কর্মশালা, অনলাইন মেন্টরশিপ ও ফোরাম, ১৬টি আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতা, জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, জাতীয় প্রোগ্রামিং ক্যাম্প অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারুন-অর-রশিদ, বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) সহযোগী অধ্যাপক ও বিডিওএসএনের সহ-সভাপতি লাফিফা জামাল, রবি আজিয়াটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন, আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতার বিচারক মুহাম্মদ মাহমুদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য তথ্য যোগাযোগ ও প্রযুক্তি(আইসিটি)মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশে দ্বিতীয় বারের মত এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।