নিউজ ডেস্ক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে মা ও সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন রেহেনা বেগম (২৫) ও তার শিশু সন্তান নাজনিন।
জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার আলিক্ষ্যং এলাকার একটি বাড়ি থেকে রোববার দুপুরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। পারিবারিক কলহের জের ধরে শিশুসন্তানকে নিয়ে রেহেনা বেগম আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ রেহেনার বাড়ি থেকে বিষের শিশি উদ্ধার করেছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে