নিউজ ডেস্ক : বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন নিজে নিজের মৃত্যু কামনা করেছেন। তিনি বলেছেন, ‘আমি এমন দেশে বাঁচতে চাই না যে দেশে ইসলাম ধর্মের আলোচনা করতেও পুলিশের প্রয়োজন হয়।’ বাংলাদেশের গণতন্ত্র এখন ইনসেনটিভ কেয়ারে আছে বলে মনে করেন বিএনপির এই প্রবীন নেতা। আজ রোববার দুপুরে আশির দশকের ১০১ জন ছাত্রনেতা আয়োজিত জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকের আলোচনায় এসকল কথা বলেন বর্নময় এই রাজনৈতিক নেতা।
বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম দৃঢ়তার সাথে বলেন, যত কষ্ট হোক ১৯ মার্চ বিএনপির কাউন্সিল হবেই, সরকারের পক্ষ থেকে যতই বাধা দেয়া হোক না কেন আমাদের কাউন্সিল হবেই হবে।
খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা প্রসঙ্গে টেনে শাহ মোয়াজ্জেম বলেন, ‘রাষ্ট্রদোহ মামলা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নয়, মামলা হওয়া উচিৎ ছিল যারা বিডিআর হত্যার মত জঘণ্য হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল তাদের বিরুদ্ধে। কারা এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে, কোথায় তার আলোচনা হয়েছে সবই আমি জানি। কিন্তু এই মূহর্তে বলবো না, সেই দিন আসেনি। সময় এলেই সব বলে দেব, এক এক করে সব নাম বলে দেব।’
সংগঠনের সমন্বয়কারী সরওয়ার আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশনেন আশির দশকের কেন্দ্রীয় নেতা এ্যাড.নজরুল হক নান্নু, আবু তাহের তালুকদার, সাইফুদ্দিন খাঁন, অল কমিউনিটি ফোরামের উপদেষ্টা আশরাফ উদ্দীন বকুল, দেশ বাঁচও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কাজী রকিবুল ইসলাম রিপন প্রমুখ।