আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা এক ঘণ্টা সড়ক অবরোধ করেছে।
নিহতের স্কুল ছাত্রীর নাম সাবিহা আক্তার সোনালী (১৪)। সেগুন বাগিচার বেগম রহিমা আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী ছিলেন, তার বাবার নাম জাকির হোসেন। তাদের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুরে।
শাহবাগ থানার উপ পরিদর্শক মো. নীরু মিয়া বলেন, “সকাল সাড়ে ৮টার দিকে বার কাউন্সিল ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাসের ধাক্কায় ওই কিশোরীর মৃত্যু হয়।” পুলিশ কর্মকর্তা ইব্রাহীম বলেন, আট নম্বর বাস স্কুলছাত্রী সাবিহাকে চাপা দেয়।
পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন। নিহত ছাত্রীর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।