নিউজ ডেস্ক : ক্ষুদ্র প্রকৌশল যন্ত্র উৎপাদন এবং দেশীয় প্রযুক্তির ব্যবহার বাড়াতে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো আব্দুল হামিদ। আজ রবিবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল নকীব চৌধুরী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করতে আসলে এসকল উপদেশ দেন রাষ্ট্রপতি। এ সৌজন্য সাক্ষাতকালে উপাচার্যকে উদ্দেশ্য করে রাষ্ট্রপতি আরও বলেন, “বর্তমান যুগ তথ্য-প্রযুক্তির যুগ। দেশেই যাতে ক্ষুদ্র প্রকৌশল যন্ত্রপাতি উৎপাদন করা যায় সে ব্যাপারে তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্যোগী হতে হবে। " এসময় তিনি দেশীয় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের উপরও গুরুত্ব আরোপ করেন এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করার নির্দেশনা দেন।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাক্ষাতে রাষ্ট্রপতিকে তার প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম অবহিত করেন। বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে দেশীয় প্রযুক্তি তথ্য-প্রযুক্তি সংক্রান্ত যন্ত্রাংশ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও রাস্ট্রপতি মো আবদুল হামিদকে জানান উপাচার্য।