নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য অব্যাহতি পাওয়া প্রসিকিউটর মোহাম্মদ আলীর বিরুদ্ধে পেশাগত অসদাচরণ ও শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে আইনমন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।রোববার এ চিঠি পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।
প্রবীণ এ আইনজীবী বলেন, ‘এটা এমন একটা বিষয় যে, তার (মোহাম্মদ আলী) নিজেরই অনুধাবণ করা উচিত ছিল। ওই প্রসিকিউটর যা করেছেন তা ঠিক হয়নি। আমরা বাধ্য হয়েছি তার বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে।’ সিদ্ধান্ত নেওয়ার মালিক আইন মন্ত্রনালয় ।