নিউজ ডেস্ক : চট্টগ্রামের কদমতলী এলাকায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন মো. শহিদুল্লাহ (৬২) নামের এক নিরাপত্তা রক্ষী। আজ রোববার বিকেলে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত মো. শহিদুল্লাহ (৬২) বিএসটিআই’র আগ্রাবাদ কার্যালয়ের নিরাপত্তা রক্ষী। তার বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার ঘাগড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, কদমতলী এলাকার রেললাইন ধরে স্টেশনের দিকে যাচ্ছিলেন শহিদুল্লাহ। এসময় পেছন থেকে আসা মহানগর প্রভাতী ট্রেন দেখে দ্রুত সরতে গিয়ে রেললাইনের স্লিপারে পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এবং ঘটনাস্থলেই শহিদুল্লাহ মারা যান ।