News71.com
 Bangladesh
 23 Aug 22, 11:29 PM
 1102           
 0
 23 Aug 22, 11:29 PM

জেনারেটরের ধোঁয়ায় ৩ প্রবাসীর মৃত্যু ।।

জেনারেটরের ধোঁয়ায় ৩ প্রবাসীর মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ  ‘সিলেটের ওসমানীনগরের প্রবাসীর পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে জেনারেটরের ধোঁয়ায়। ২৫ জুলাই রাতে বিদ্যুৎ না থাকায় দীর্ঘক্ষণ (প্রায় ২ ঘণ্টা) জেনারেটর চলছিল। রুমের ভেতর কোনো ভেন্টিলেটর ছিল না। যে কারণে জেনারেটরের ধোঁয়া রুমের ভেতরে আস্তে আস্তে ধোঁয়ার কারণে অক্সিজেন স্বল্পতায় প্রবাসী পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রথমে বাবা ও ছেলে মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সামিরারও মৃত্যু হয়। 

মঙ্গলবার (২৩ আগস্ট) সংবাদ সম্মেলনে সিলেটের পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন এ কথা জানান। তিনি বলেন, তিন প্রবাসীর মরদেহে রাসায়নিক বা বিষক্রিয়ার কোনো আলামত পাওয়া যায়নি। তাদেরকে বাইরে থেকে এসেও কেউ মারেননি। তদন্তে প্রবাসী পরিবারের স্বজন ও আশপাশের সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদে পূর্ব-শত্রুতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাহলে তারা মারা গেলেন কীভাবে? এই প্রশ্নকে সামনে রেখে তদন্ত চালায় পুলিশ। অবশেষে আলামত হিসেবে একমাত্র জেনারেটরের ধোঁয়া ছাড়া আর কোনো ক্লু মিলেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন