News71.com
 Bangladesh
 16 Feb 16, 01:09 AM
 1028           
 0
 16 Feb 16, 01:09 AM

নড়াইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫

নড়াইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫

নিউজ ডেস্ক : নড়াইল সদরের সরষপুর ও চরবিলা গ্রামের দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে নড়াইল সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় একজনকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন সরষপুর গ্রামের পরিমল শিকদার (৬১), আলী নুর (৪০), রেজাউল ইসলাম (৫৫), রিয়াজ (২৪), তবিবার রহমান (৩৫), আকবর (৩০), বাচ্চু মোল্লা (৩৬), হাসমত (৫৯), মোতালেব (৩৫) এবং চরবিলা গ্রামের মশিউর রহমান (৫৫)। বাকি পাঁচজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। গুরুতর অবস্থায় সরষপুর গ্রামের রেজাউল ইসলাম (৫৫) যশোর মেডিক্যাল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানায়, আজ সকাল ১০টার দিকে সরষপুর কালিবাড়ি বাজারে একটা দোকানের সামনে একটি নছিমন রাখাকে কেন্দ্র করে সরষপুরের পরিমল শিকদার ও চরবিলার হাসানের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে দু‌জনের মধ্যে হাতাহাতি হয়। পরে এ ঘটনার জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নড়াইল সদর থানার ওসি সুবাস বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন