নিউজ ডেস্ক : গতকাল সোমবার গভীর রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযানে ১০১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আরো ২০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে বলেও জানা যায়। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবদুল আউয়াল জানান, জেলার লোহাগাড়া, সাতকানিয়া, পটিয়া মীরসরাই, সন্দ্বীপ, রাউজান, রাঙ্গুনিয়া বোয়ালখালী, বাঁশখালী, হাটহাজারীসহ বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত শিবিরের একাধিক নেতা-কর্মী রয়েছে। অভিযানে বিভিন্ন উপজেলা থেকে প্রায় ২০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।