নিউজ ডেস্ক : শরীয়তপুরের সদর উপজেলার বুড়িরহাট ও গোসাইরহাট এলাকা থেকে তিনটি পিকআপ ভ্যানভর্তি ৯০ মণ জাটকা জব্দ করেছে পুলিশ। এ সময় মাছ ব্যবসায়ীসহ আটজনকে আটক করা হয়। গতকাল সোমবার রাতে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িরহাট সড়কে টহল বসিয়ে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থেকে ছেড়ে আসা জাটকাবোঝাই তিনটি পিকআপ ভ্যানসহ ৭৫ মণ জাটকা জব্দ করা হয়। এ সময় পাচারকারী চক্রের সঙ্গে জড়িত অভিযোগে মাছ ব্যবসায়ীসহ আটজনকে আটক করে পুলিশ।
অপর একটি অভিযানে জেলার গোসাইরহাট উপজেলা থেকে তিনটি ড্রামে ১৫ মণ জাটকা উদ্ধার করে গোসাইহাট পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের জেল ও জরিমানা এবং উদ্ধারকৃত মাছ এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।