News71.com
 Bangladesh
 02 Dec 22, 03:25 PM
 90           
 0
 02 Dec 22, 03:25 PM

ঢাকা থেকে বিদায় নিচ্ছেন চীন-জাপানের রাষ্ট্রদূত।।

ঢাকা থেকে বিদায় নিচ্ছেন চীন-জাপানের রাষ্ট্রদূত।।

নিউজ ডেস্কঃ তিন বছর দায়িত্ব পালনের পর বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং ও জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বিদায় নিচ্ছেন। চলতি মাসের মাঝামাঝি সময়ে তারা ঢাকা ছাড়বেন। চীনের রাষ্ট্রদূত লি জিমিং ২০১৯ সালের আগস্ট মাসে ঢাকায় আসেন। তিনি ঢাকা মিশনে যোগদানের পর চীনে কোভিড-১৯ মহামারি শুরু হয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পরে। বাংলাদেশেও কোভিড-১৯ মহামারি দেখা দেয়। এরপর চীন থেকে কোভিড-১৯ টিকাও আনে বাংলাদেশে। কোভিড-১৯ প্রতিরোধে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতায় অগ্রণী ভূমিকা পালন করেন লি জিমিং। লি জিমিং ঢাকায় দায়িত্ব পালনকালে বাংলাদেশে সফর করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই। তার সেই সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তিও সই হয়। লি জিমিং ঢাকায় থাকাকালে চীনের সহায়তায় পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলের মতো বৃহৎ প্রকল্পের অগ্রগতি হয়েছে। বাংলাদেশে দায়িত্ব পালনের শেষদিকে রংপুর অঞ্চলে চীনা সহায়তা প্রকল্প পরিদর্শন করেন লি জিমিং। সে সময় তিস্তা নদী এলাকাও ঘুরে দেখেন। তিস্তা প্রকল্পে চীনের আগ্রহের কথাও জানান তিনি। এদিকে তিন বছর দায়িত্ব পালনের পর ঢাকা থেকে চলতি মাসেই বিদায় নিচ্ছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিও। ২০১৯ সালের অক্টোবরে ঢাকা মিশনের দায়িত্ব নেন তিনি। শিরু থেকেই ঢাকা-টোকিও সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন