নিউজ ডেস্ক : উন্নয়নের গতি ধরে রাখতে এবং প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশকে টিকিয়ে রাখতেই এখনো বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ বিধানের প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে চট্টগ্রামে ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণে পিডিবি ও এস আলম গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান। চুক্তি অনুসারে চট্টগ্রামের বাঁশখালীতে ৬১২ মেগাওয়াটের ২টি ইউনিটের কয়লা ভিত্তিক প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদনের সার্বিক তত্ত্বাবধানে থাকবে শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ।
জানাগেছে বেসরকারি উদ্যোগে নির্মিত দেশের সবচেয়ে বড় এই তাপ বিদ্যুৎ প্রকল্পে মোট ব্যায়ের ৭০ শতাংশ বিনিয়োগ করবে বাংলাদেশি শিল্প প্রতিষঠান এস আলম গ্রুপ এবং বাকি ৩০ শতাংশ বিনিয়োগ করবে চীনের পৃথক দু'টি প্রতিষ্ঠান।