চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের সীতাকুণ্ড সদরের আমিরাবাদ এলাকায় আগুনে পুড়ে ছাই ১৬টি বসতঘর। ভয়াবহ এই আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় দিকে ভূঁইয়া বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। সীতাকুণ্ড ফায়ার ষ্টেশানের অফিসার মো. ফকরুদ্দীন বলেন, ‘ভূঁইয়া বাড়ির হারুন মিয়ার ঘরে লাগা আগুন ছড়িয়ে গিয়ে আশপাশের ১৬টি বসতঘর পুড়েছে।
খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নগদ টাকা, স্বর্ণাংলংকার, আসবাবপত্রসহ বসত বাড়ীর সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।