নিউজ ডেস্ক: মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে নাসির মন্ডল (৪৫) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকাবাসীর কাছে খবর পেয়ে বুধবার সকালে পুলিশ তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে। নিহত ভ্যানচালক নাসির জারিয়া গ্রামের আপেল মণ্ডলের ছেলে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে জারিয়া গ্রামের মাঠের মধ্যে নাসিরের ক্ষত-বিক্ষত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মঙ্গলবার রাত ৯টার পর থেকে নাসির নিখোঁজ ছিলেন।
তিনি আরো জানান, নাসিরের শরীরে একাধিক আঘাতের চিহৃ রয়েছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।