News71.com
 Bangladesh
 17 Feb 16, 11:40 AM
 903           
 0
 17 Feb 16, 11:40 AM

কক্সবাজারে পুলিশ ও ডাকাত বন্দুক যুদ্ধ নিহত ১ ।।

কক্সবাজারে পুলিশ ও ডাকাত বন্দুক যুদ্ধ নিহত ১ ।।

নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালী উপজেলায় ডাকাত দল ও পুলিশের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ মো. মুরাদ (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে। উপজেলার মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন এ কথা বলেন।

পুলিশের দাবি, দুই দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হলে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর পুলিশও গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা।

পুলিশ জানায়, এই ঘটনায় তাঁদের চারজন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন