News71.com
 Bangladesh
 17 Feb 16, 12:05 PM
 1211           
 0
 17 Feb 16, 12:05 PM

গভীর রাতে টুইন টাওয়ারে ভয়াবহ আগুন ।। আটকা পড়েছে বাসিন্দারা

গভীর রাতে টুইন টাওয়ারে ভয়াবহ আগুন ।।  আটকা পড়েছে বাসিন্দারা

নিউজ ডেস্ক : রাজধানীর শান্তিনগেরর বহুতল ভবন টুইন টাওয়ার্স কনকর্ড শপিং কমপ্লেক্স ভবনে মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২১ তলা ভবনটির নিচের কয়েকটি তলায় মার্কেট এবং ওপরে আবাসিক ফ্ল্যাট রয়েছে। গত মঙ্গলবার দিনগত রাত ১টায় এই আগুন লাগে। তবে ভবনে অনেক মানুষ আটকা পড়লেও এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ভবনের ১০ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুন লাগার ঘটনায় মালিবাগ-শান্তিনগর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একঘণ্টা পর (২টার দিকে) ভবনটির ১০ তলা থেকে আর আগুন দেখা যায়নি। তবে ধোঁয়া বের হচ্ছিল। ওপরের দিকে আটকা পড়া লোকজন হাত নেড়ে, টর্চ জ্বালিয়ে এবং জানালার কাঁচ ভেঙে উদ্ধারের আবেদন জানাচ্ছিল। রাত সোয়া ২টা পর্যন্ত কয়েকটি তলা থেকে চার-পাঁচজনকে উদ্ধার করে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের মধ্যে একজনকে ১০ তলা এবং আরেকজনকে ছাদ থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার পাওয়া দুই নারী দাবি করে করেছেন, প্রতিটি ফ্ল্যাটের দু’চারজন করে আটকা পড়েছেন। কমপক্ষে ৫০-৬০ জন আটকা আছেন। তারা সিঁড়িতে ও ফটকের তালা ভেঙে ছাদে উঠে আশ্রয় নিয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, আগুন ১০ তলার মধ্যেই নিয়ন্ত্রণে রেখেছেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন