News71.com
 Bangladesh
 17 Feb 16, 12:44 PM
 1053           
 0
 17 Feb 16, 12:44 PM

গাজীপুরে সোয়েটার কারখানায় ডাকাতি ।। আটক ৩

গাজীপুরে সোয়েটার কারখানায় ডাকাতি ।। আটক ৩

নিউজ ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের মধ্যগাছা এলাকার সোয়েটার কারখানা মা অ্যাপারেলসের গোডাউনে ডাকাতি হয়েছে। এ সময় এলাকাবাসী ধাওয়া করে তিন ডাকাতকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

বুধবার ভোরে গোডাউনটিতে ডাকাতি সংঘটিত হয়। আটক ডাকাতরা হলো- জামালপুরের বকশিগঞ্জ উপজেলার দিলবরচর এলাকার হবি মিয়ার ছেলে ইব্রাহিম (২২), কিশোরগঞ্জ সদরের মৃত নায়েব আলীর ছেলে মো. রাজু (২০) এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা এলাকার শহিদের ছেলে মো. শাহিন (২০)।

কারখানার ব্যবস্থাপক মো. সালেক হাওলাদার জানান, বুধবার ভোর ৪টার দিকে একটি ট্রাকযোগে ১৫/১৬ জনের একদল ডাকাত মা অ্যাপারেলস কারখানার গোডাউনে হানা দেয়। ডাকাতরা গোডাউনের গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে ফেলে। পরে গোডাউন থেকে সুতা ট্রাকে তুলতে থাকে। এ সময় পার্শ্ববর্তী কারখানার শ্রমিকদের সন্দেহ হলে এলাকাবাসী ও পুলিশে খবর দেয়। পরে সুতা লুট করে পালানোর সময় স্থানীয়রা ধাওয়া করে ওই তিন ডাকাতকে ধরে ফেলে এবং বাকিরা ট্রাকযোগে পালিয়ে যায়। ডাকাতরা প্রায় ১০ লাখ টাকার ৫ হাজার পাউন্ড সুতা লুট করে নিয়ে গেছে।

জয়দেবপুর থানার এসআই অজয় কুমার চক্রবর্তী জানান, তিন ডাকাতকে আটক করা হয়েছে। মাল উদ্ধারে অভিযান চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন