নিউজ ডেস্ক : রাজধানির জনবহুল এলাকা পুরান ঢাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) ছয় সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ । ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মারুফ হোসেন সরদার জানান, মঙ্গলবার রাতে কোতোয়ালি থানা এলাকার জিন্দাবাহার পার্ক এলাকায় অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সাজ্জাদুল আলম মুক্তি (৪৬), মেসবাহ উর রহমান প্রদীপ (৩৭), বাশার (৩৭), আশরাফ (৩৫), আজিজ ওরফে বাবু (৩৬) ও শফিক ওরফে পলাশ ওরফে বিজয় (৩৫)। গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহমুদা আফরোজ লাকী জানান, গ্রেপ্তারদের মধ্যে প্রদীপ কুষ্টিয়ার মিরপুর ফায়ার সার্ভিসের গাড়ি চালক।
আটককৃতদের কাছ থেকে সংগঠনের প্রচারপত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে মারুফ হোসেন জানান। তিনি বলেন, “এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে সংবাদ সম্মেলনে আমরা বিস্তারিত জানাব।”