News71.com
 Bangladesh
 19 Sep 23, 09:33 AM
 128           
 0
 19 Sep 23, 09:33 AM

মারা গেলেন একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী॥

মারা গেলেন একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী॥

নিউজ ডেস্ক: মারা গেলেন ‘ঘুড্ডি’খ্যাত একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী। গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৩ মিনিটে রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে সৈয়দ সালাহউদ্দিন জাকীর বয়স হয়েছিল ৭৭ বছর। মারা গেছেন ‘ঘুড্ডি’ নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী। জানা গেছে, গতকাল সন্ধ্যায়ও ধানমন্ডির বাসায় ছিলেন। সব ঠিকঠাকভাবে চলছিল। রাত দশটার পর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর দ্রুত রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই পরিচালককে। হাসপাতালের চিকিৎসকেরা জানান তিনি মারা গেছেন।

বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ইচ্ছেমতো ছোটাছুটি, যখন তখন শুটিংয়েও যেতে করতে পারতেন না সৈয়দ সালাউদ্দীন জাকী। তারপরও তাকে দমানো যায়নি। হুইলচেয়ারে বসেই ক্যারিয়ারের ৭ নম্বর চলচ্চিত্র ‘অপরাজেয় একা’ নির্মাণ করেন তিনি। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া সম্প্রতি আরেকটি সিনেমা ‘ক্রান্তিকাল’-এর কাজ শেষ করেছেন তিনি। ১৯৮০ সালে ‘ঘুড্ডি’ চলচ্চিত্র নির্মাণ করে খ্যাতি পেয়েছিলেন সৈয়দ সালাহউদ্দীন জাকী। নির্মাতা পরিচয়ের বাইরেও সৈয়দ সালাউদ্দিন জাকী কাহিনিকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক হিসেবে পরিচিত। উল্লেখ্য সৈয়দ সালাউদ্দিন জাকীর এক ছেলে ও এক মেয়ে। তারা দুজনেই কানাডায় থাকেন। জানা গেছে, তাদের দেশে ফেরার পর সৈয়দ সালাউদ্দিন জাকীর দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন