News71.com
 Bangladesh
 20 Sep 23, 12:02 AM
 48           
 0
 20 Sep 23, 12:02 AM

শুল্ক বিভাগ থেকে ৫৫ কেজি সোনা চুরি॥ রাজস্ব কর্মকর্তাসহ তিন আসামি ফের রিমান্ডে

শুল্ক বিভাগ থেকে ৫৫ কেজি সোনা চুরি॥ রাজস্ব কর্মকর্তাসহ তিন আসামি ফের রিমান্ডে

 

 

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের গুদামের লকার থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় করা মামলায় দুই রাজস্ব কর্মকর্তাসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম শান্তা আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ১৩ সেপ্টেম্বর আট আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিমানবন্দর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। রিমান্ডে পাঠানো আসামিরা হলেন সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম সাহেদ ও সিপাহী মো. আফজাল হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন