নিউজ ডেস্ক : বিএনপি জানিয়েছে, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলের চেয়ারপারসন। আজ বুধবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যৌথসভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি চূড়ান্ত করা হয়।
সভার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সামনে ওই কর্মসূচি তুলে ধরেন। দশম সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তিতে কর্মসূচি ঘোষণার পর গতবছর ৩ জানুয়ারি গুলশানের কার্যালয়ে গিয়ে পুলিশের বাধায় সেখান থেকে বেরোতে পারেননি খালেদা জিয়া।
৫ জানুয়ারি পুলিশি বাধায় কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সারা দেশে লাগাতার অবরোধ ডেকে তিনি সেখানেই অবস্থান শুরু করেন। পরে পুলিশ বেষ্টনি তুলে নেওয়া হলেও তিনি কার্যালয়েই থেকে যান । দেশজুড়ে চলা রাজনৈতিক অস্থিরতা ও নাশকতার মধ্যে সে সময় টানা ৯২ দিন ওই কার্যালয় থেকে বের হননি খালেদা। গতবছর ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারেও যাননি।
ওইদিন সকালে তার উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরীর নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা জানায় বিএনপির একটি প্রতিনিধি দল। এরপর গতবছর ২৬ মার্চ স্মৃতিসৌধে না গিয়ে আরেক দফা সমালোচনার মুখে পড়েন খালেদা।
মির্জা ফখরুল জানান, এবছর খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদনের পর ভোর ৬টায় বলাকা সিনেমা হলের সামনে থেকে দলের নেতাকর্মীরা একযোগে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন।
২১ ফেব্রুয়ারি দলের কেন্দ্রীয় ও গুলশান কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে।
পরদিন ২২ ফেব্রুয়ারি দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনা সভা হবে বলে জানান ফখরুল। তিনি বলেন, “মহান শহীদ দিবসে আমরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার সিদ্ধান্ত নিয়েছি। দলের সর্বস্তরের নেতা-কর্মীরা এতে অংশ নেবে।”
উল্লেখ্য গতবছর ফেব্রুয়ারিতে বিএনপির লাগাতার অবরোধের মধ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে না যাওয়ায় সমালোচিত হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।