নিউজ ডেস্ক : সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন ইবিডিআইপি প্রকল্পের আওতায় ১৬টি সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। এই সেতুগুলো যেকোনো দিন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুগুলো নির্মাণে ২৬৮ কোটি টাকা ব্যয় হয়েছে । আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।
মন্ত্রী জানান ইতিমধ্যেই পটুয়াখালী-কুয়াকাটা সড়কে শেখ জামাল ও শেখ কামাল সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। শেখ জামাল সেতুর দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৪৩ কোটি টাকা।
অপরদিকে একউ সড়কে নির্মিত শেখ কামাল সেতুটিরও নির্মাণকাজ শেষ হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় ৯০০ মিটার। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৬৫ কোটি টাকা।