ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা : গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুরে ডুমুরিয়া বাজারের দুইটি হোমিও ফার্ম্মেসী থেকে খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আকস্মিক অভিযানে প্রায় ৬০ লিটার রেক্টিফাইড স্প্রিট উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত থাকায় মাদক দ্রব্য আইনে ২জনকে গ্রেফতার করা হয়।
খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এলতাস উদ্দিন অভিযান শেষে উপস্থিত স্থানীয় সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে ডুমুরিয়া বাজারে হোমিও ফার্ম্মেসী গুলোতে হোমিও ওষুধের আড়ালে রেক্টিফাইড স্প্রিট মাদক হিসেবে বিক্রি হয়ে আসছে। উঠতি বয়সের যুবকেরা মাদক হিসেবে এই স্প্রিট সেবন করে থাকে। অভিযানে ঐশি হোমিও ফার্ম্মেসী ও মাদার হোমিও ফার্ম্মেসী থেকে প্রায় ৬০ লিটার স্প্রিট ড্রামে ও বোতলজাত অবস্থায় উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৮ হাজার টাকা। এ ব্যাপারে ফার্ম্মেসীদ্বয়ের ডাক্তার দেলোয়ার হোসেন(৪৫) ও ডাক্তার বি.কে. রায়(বিদ্যুৎ) (৫০) নামে দু’জনকে মাদক দ্রব্য আইনের ১৯৯০ সালের ২২(গ) ধারায় অধিদপ্তরের পরিদর্শক এস.এম এলতাস উদ্দিন নিজেই বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন ।