News71.com
 Bangladesh
 17 Feb 16, 05:26 AM
 880           
 0
 17 Feb 16, 05:26 AM

নীলফামারীতে পিকনিকের বাস খাদে ।। হতাহত ৭০

নীলফামারীতে পিকনিকের বাস খাদে ।। হতাহত ৭০

নিউজ ডেস্ক : নীলফামারী জেলার ডোমার উপজেলা সড়কের পাগলারবাজারে একটি পিকনিক বাস খাদে পড়ে ৭০ জন আহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের দেবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এরা হলেন বাসের হেলপার মহিদুল (৩২) ও পিকনিক যাত্রী রুবেল (৩০)।

আহত যাত্রী ফিরোজ (২৫) জানান, তারা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভোজনপুর ইউনিয়নের নন্দনগছ গ্রাম থেকে ৭০ জন দিনাজপুরের ফুলবাড়ীর স্বপ্নপুরী নামক স্থানে পিকনিকে যাচ্ছিলেন। পথে নীলফামারীর ডোমার উপজেলার পাগলাবাজারে পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মা জাহানারা পরিবহনের পিকনিক বাসটি (ঢাকা মেট্রো-চ- ৯৭৬৯) সড়কের পাশের একটি খাদে উল্টে পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন