News71.com
 Bangladesh
 19 Nov 23, 05:52 PM
 84           
 0
 19 Nov 23, 05:52 PM

ইসির সঙ্গে কমনওয়েলথ প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক

ইসির সঙ্গে কমনওয়েলথ প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক

 

 

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, ‌বাংলাদেশে কোন পদ্ধতিতে নির্বাচন হয় তা জানতে চেয়েছে কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। ভোটাররা কীভাবে ভোট দিতে যাবেন, ভোট কীভাবে নেওয়া হবে। ভোট স্বচ্ছ করতে হলে রিটার্নিং ও প্রিসাইডিং অফিসারের কাজ কি। এসব বিষয় তারা জানতে চেয়েছেন।

 

কমনওয়েলথের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন। আজ রবিবার আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক হয়। বৈঠকে কমনওয়েলথ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলে চার সদস্য ছিলেন। ইসি সচিব বলেন, আপনারা নিশ্চয় অবগত আছেন কমনওয়েলথের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন, চার সদস্যের প্রতিনিধি দল এসেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন