News71.com
 Bangladesh
 17 Feb 16, 05:41 AM
 938           
 0
 17 Feb 16, 05:41 AM

কুমিল্লায় কাভার্ডভ্যান ফুটপাতে ।। নিহত ৩, আহত ২

কুমিল্লায় কাভার্ডভ্যান ফুটপাতে ।। নিহত ৩, আহত ২

নিঁউজ ডেস্ক : কুমিল্লার দাউদকান্দিতে একটি কাভার্ডভ্যান ফুটপাতে উঠে গেলে ঘটনাস্থলেই তিন পথচারী প্রাণ হারান। এ ঘটনায় আহত হন আরও দুজন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গৌরীপুর বাস স্ট্যান্ডের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত তিনজনের পরিচয় পাওয়া যাননি । তবে তাঁদের বয়স ৪০ বছরের মতো বলে পুলিশ ধারণা করছে। নিহতদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, কাভার্ডভ্যানটি ঢাকায় যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে চালক পলাতক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন