নিউজ ডেস্ক : এটিএম বুথে চুরি ঠেকাতে এক গুচ্ছ পরিকল্পনা ও পরামর্শের কথা জানালেন বাংলাদেশের সকল ব্যাংকের নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে দেশের প্রায় সাড়ে সাত হাজার বুথে স্বচ্ছ গ্লাস ব্যবহার এবং বুথে প্রয়োজনে মহিলাদের হিজাব খুলতে হবে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সব বাণিজ্যক ব্যাংককে বুথে নিরাপত্তা বাড়াতে এ পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া গ্রহককে গোপন নম্বর চাপার সময় কী বোর্ডের ওপর অন্য হাতদিয়ে ঢেকে রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।
সম্প্রতি রাজধানীতে এটিএম বুথ থেকে টাকা চুরির ঘটনায় দেশের ৫৬টি বাণিজ্যিক ব্যাংকের এটিএম কার্ড ডিভিশনের প্রধানদের সঙ্গে বুধবার বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা এতে সভাপতিত্ব করেন। সভায় আগামী এক সপ্তাহের মধ্যে ক্ষতিগ্রস্ত গ্রহকদের টাকা ফেরত দেয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ।
বৈঠকে বলা হয়েছে, সব ব্যাংকের মতামতের ভিত্তিতে ট্রানজেকশন লিমিট নির্ধারণ করা হবে এবং প্রতিটি ট্রানজেকশনের সঙ্গে সঙ্গে এসএমএসের মাধ্যমে গ্রহককে তার তথ্য দিতে হবে। যা অনেক ব্যাংকে চালু নেই। তবে প্রথমে এই পরিসেবার জন্য গ্রহকের কাছ থেকে সার্ভিস চার্জ আদায় করার প্রস্তাব এলে কেন্দ্রীয় ব্যাংক তা নাকচ করে দেয় এবং আলোচনা শেষে ব্যাংকগুলো এই ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের সাথে একমত হন। অর্থাৎ এই পরিসেবাটির জন্য নতুন কোন চার্জ বসছেনা।
তারা জানান, বাংলাদেশ ব্যাংক সব কার্ড ডিভিশনের কর্মকর্তাদের তাদের গ্রাহকদের (লেনদেন) নিরাপত্তা তথা নিজের কার্ড নিজে ব্যবহার করতে অনুরোধ করেছে। দেখা গেছে অনেকে নিজের কার্ড ড্রাইভারকে দিয়ে লেনদেন করাচ্ছে। এটি যাতে না হয় তা লক্ষ্য রাখতে গ্রাহকদের বলা হয়েছে।
আজ বেলা সোয়া ৩টায় মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে শেষ হয় বিকাল পাঁচটায়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহার সভাপতিত্বে অএসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের উপ-মহাব্যবস্থাপক আবুল কালাম আজদ ও অনান্য কর্মকর্তা।