News71.com
 Bangladesh
 17 Feb 16, 08:59 AM
 911           
 0
 17 Feb 16, 08:59 AM

খুলনার ফুলতলায় মসজিদের সেফটিক ট্যাংক থেকে উদ্ধার হল শ্রমিকের গলিত লাশ ।।

খুলনার ফুলতলায় মসজিদের সেফটিক ট্যাংক থেকে উদ্ধার হল শ্রমিকের গলিত লাশ ।।

নিউজ ডেস্ক : নিখোঁজের প্রায় দেড় মাস পর মসজিদের সেফটিক ট্যাংকের ভেতর থেকে মোঃ ইব্রাহিম বিশ্বাসের (২২) গলিত লাশ আজ বুধবার উদ্ধার হয়েছে। ইব্রাহিম খুলনার ফুলতলা থানার দামোদর কারিকর পাড়ার জনৈক মোঃ ইসমাঈল বিশ্বাসের পুত্র। সে পেশায় মিলশ্রমিক। খুলনার পুলিশ সুপার মো: হাবিবুর রহমান বিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানাগেছে , বুধবার বেলা ১১টার দিকে এলাকার কিছু তরুণ দামোদর কারিকর পাড়া বায়তুর রহমত জামে মসজিদ-সংলগ্ন মাঠে ক্রিকেট খেলছিল। হঠাৎ করে বলটি মসজিদের সেফটিক ট্যাংকের পাশে গিয়ে পড়ে। বল আনতে গিয়ে তারা সেফটিক ট্যাংকের মুখের খোলা জায়গা দিয়ে দুর্গন্ধ অনুভব করে এবং লাশের পরনের প্যান্ট দেখতে পায়। বিষয়টি তারা এলাকাবাসীকে জানায়। পরে পুলিশকে খবর দেয়া হয়। বেলা আড়াইটার দিকে পুলিশ গিয়ে ট্যাংকি থেকে গলিত লাশ উদ্ধার করে।

লাশের পরনের প্যান্ট ও স্যান্ডেল দেখে তার মা আবেদা বেগম তার পুত্র ইব্রাহিমের লাশ সনাক্ত করেন। পুলিশ লাশের সুরতহাল সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এদিকে, ইব্রাহিমের ছোট ভাই মোঃ আব্দুল্লাহ বিশ্বাস (১৮) জানান, গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় তার ভাই বাড়ি থেকে বের হন। তারপর থেকে আর কোনো সন্ধান মেলেনি।

এলাকাবাসী জানায়, পেশায় সুপার জুট মিলের শ্রমিক হলেও তিনি ছিলেন ক্রসফায়ারে নিহত মনিরুল বাহিনীর সক্রিয় ক্যাডার। মনিরুল নিহত হওয়ার পর বাহিনীর ক্যাডাররা চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে পড়ে। নিজেদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দের জের ধরে তাকে খুন করা হতে পারে বলে ধারনা করছেন অনেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন