News71.com
 Bangladesh
 26 Aug 24, 11:11 PM
 166           
 0
 26 Aug 24, 11:11 PM

এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অলির গাড়িতে হামলার ঘটনায় ডা. প্রাণ গোপালের বিরুদ্ধে মামলা

এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অলির গাড়িতে হামলার ঘটনায় ডা. প্রাণ গোপালের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্কঃ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদের গাড়িতে হামলা, হত্যাচেষ্টা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তসহ ২ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এলডিপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বাদী হয়ে চান্দিনা থানায় মামলাটি দায়ের করেন। সোমবার মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এতে ৪৯ জন আসামির নাম উল্লেখ করা হয়। অপর ১৬০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১২ জুলাই চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের ক্যাম্পাস-২ মমতাজ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চান্দিনায় এসেছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর উত্তম । সভাস্থলে যাওয়ার সময় রাস্তায় তার গাড়িবহরে হামলা ও ভাঙচুর হয়। ওই ঘটনায় দীর্ঘ ৬ বছর পর মামলাটি দায়ের করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন