News71.com
 Bangladesh
 13 Jan 18, 01:31 AM
 1043           
 0
 13 Jan 18, 01:31 AM

নাইক্ষ্যংছড়ির রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন নিহত।।

নাইক্ষ্যংছড়ির রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন নিহত।।


নিউজ ডেস্কঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্পে অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন,মিয়ানমারের নাগরিক আব্দুর রহিমের স্ত্রী নুরবাহার (৩২) ও তার ছেলে আমির শরীফ (৮),মেয়ে দিলবিবি (৫) ও দেড় বছর বয়সী আরজুমান। উখিয়ার ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরী জানান,মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রাথমিকভাবে আশ্রয়ের জন্য নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে একটি ট্রানজিট ক্যাম্প খোলা আছে। সেখানে আজ শুক্রবার ভোর রাতে আশ্রয় নিয়েছিল রহিমের পরিবার।

আজ ভোর রাতেই অসাবধনতাবশত মোমবাতি থেকে রহিমের তাঁবুতে আগুন লাগে। এতে অগ্নিদগ্ধ হন ওই চারজন। পরে তাদের উদ্ধার করে কুতুপালং রেড ক্রিসেন্ট ও এমএসএফ হাসপাতালে ভর্তি করা হলে বিকাল সাড়ে ৫টার দিকে চকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।অগ্নিকাণ্ডের সময় রহিম তাঁবুর বাইরে থাকায় তিনি প্রাণে বেঁচে যার বলে জানান ইউএনও নিকারুজ্জামান। নিহতদের রাতে স্থানীয়ভাবে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন