News71.com
 Bangladesh
 14 Jan 18, 04:50 AM
 1010           
 0
 14 Jan 18, 04:50 AM

কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে এক রোহিঙ্গার ছুরিকাঘাতে অপর রোহিঙ্গা নিহত।।

কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে এক রোহিঙ্গার ছুরিকাঘাতে অপর রোহিঙ্গা নিহত।।

নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার কুতুপালং পাহাড়ি এলাকায় মধুরছড়া ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষ রোহিঙ্গাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে রোহিঙ্গা যুবক মমতাজ মিয়া (৩৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত মমতাজ উল্লাহ কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের মধুরছড়ার বিডি-১১ ব্লকের বাসিন্দা আবুল কাশেমের ছেলে। সংঘর্ষের ঘটনায় আহত মুহিবুল্লাহ, নজিব হোসেন, শাকের উল্লাহ,রুস্তম, ফরিদ আলমসহ চারজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,নিহত মমতাজ মিয়া ও থানায় আটক আরিফুল্লাহ মাঝির মধ্যে ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ শনিবার দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মমতাজ মিয়া ঘটনাস্থলেই মারা যান। উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান,এই ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন