নিউজ ডেস্কঃ আজ রবিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের গুলিতে শামীম সরকার (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার চরলাপাং গ্রামের আলমাস সরকারের পুত্র। পুলিশ জানায়, নরসিংদী জেলার রায়পুরা থানায় বিভিন্ন সময় সংগঠিত অপরাধের পর অপরাধীরা পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার প্রত্যন্ত চরলাপাং গ্রামে অবস্থান করে। এ খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজু আহমেদ পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নিয়ে আজ রবিবার বিকেলে চরলাপাং গ্রামে যায়। তারা অন্য নরসিংদী জেলা থেকে আগত সন্ত্রাসীদের এ গ্রামে আশ্রয় না দিতে অনুরোধ জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মেঘনা নদী দিয়ে চরলাপাং গ্রামের দক্ষিণ দিক থেকে ৩/৪টি ইঞ্জিন চালিত নৌকা দিয়ে বেশ কিছু দুর্বৃত্ত এসে এলোপাথাড়ি গুলি বর্ষণ করতে থাকলে শামীম সরকার গুরুতর আহত হয়। অন্তত ৫০ রাউন্ড গুলি বর্ষণ করে বলে স্থানীয় সূত্র জানায়। গুরুতর আহত অবস্থায় শামীমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গছে। শামীম চরলাপাং নদীর তীরে খেলার মাঠে খেলা করার সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে মারা যায় বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম শিকদার জানান।