নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে। আজ ভোর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতরা ডাকাত দলের সদস্য। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। এরা হল এএসপি সার্কেল মনিরুজ্জামান ফকির, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভুইয়াসহ ৬ পুলিশ সদস্য।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন জানান, ডাকাতি ঘটনায় আটকের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ রবিবার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় পৌঁছালে তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য গুলি ছোঁড়ে। এসময় পুলিশ তাদের লক্ষ্য করে তাদের সহযোগীদের গুলিতে বাশার ও আব্দুল হক নামে দুই ডাকাত গুরুতর আহত হয়। তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরো জানান, নিহত বাশারের বিরুদ্ধে ৫টি ও আব্দুল হকের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পাইপগানসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, পুলিশ ১১ রাউন্ড গুলি বর্ষণ করে। বাশারের বাড়ি হবিগঞ্জের লাখাই ও আব্দুল হকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার জেলার সুতিয়ারা গ্রামে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।