নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে লক্ষ্মীপুরের কমলনগরে হেলাল উদ্দিন নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার ইসলামগঞ্জ বাজার থেকে স্থানীয় যুবলীগ নেতাকর্মীদের সহযোগিতায় তাকে আটক করা হয়। হেলাল তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি সেলুনে কাজ করে। তোরাবগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওর্য়াড যুবলীগের সভাপতি নুরুল আমিন জানান,গতকাল বৃহস্পতিবার রাতে এমডি হেলাল নামের একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট দেওয়া হয়।বিষয়টি স্থানীয়দের নজরে আসলে থানা পুলিশকে জানানো হয়। পরে অভিযান চালিয়ে পুলিশ হেলালকে আটক করে। অভিযুক্ত হেলাল বলে,আমি ফেসবুক ব্যবহার করতে জানি না। নিজের ব্যক্তিগত কোনো আইডি নেই। ষড়যন্ত্র করে অন্য কেউ তাকে ফাঁসাতে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে দিয়েছে। এটি তার বিরুদ্ধে চক্রান্ত। এ ব্যাপারে কমলনগর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন,বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।