নিউজ ডেস্কঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত চার তামাক চাষিকে এক সপ্তাহ পর উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার বাইশারী ইউনি য়নের চাকপাড়া পাহাড়ের অরণ্য থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় আট অপহরণকারীকে আটক করেছে যৌথ বাহিনী। বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু মুছা সাংবাদিকদের জানান,পুলিশ,বিজিবি যৌথ বাহিনীর জোরালো অভি যানে অপহরণের ৭ দিন পর বাইশারী ইউনিপয়নের চাকপাড়া পাহাড়ের অরণ্য থেকে অপহৃতদের উদ্ধার করা হয়। উল্লেখ্য,গত ২০ জানুয়ারি উপজেলার দোছড়ি-বাইশারী ইউনিয়নের মধ্যবর্তী লেদুখাল এলাকার একটি খামার বাড়ি থেকে অস্ত্রের মুখে চার তামাকচাষিকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। অপহরণের পর মুক্তিপণ বাবদ আট লাখ টাকা দাবি করা হয়।