News71.com
 Bangladesh
 27 Jan 18, 12:40 PM
 1050           
 0
 27 Jan 18, 12:40 PM

চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত।।

চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের পটিয়ার কাগজীপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সোয়া আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পটিয়া থানার এসআই মোশাররফ বিষয়টি নিশ্চত করেছেন। তিনি জানান,কাগজীপাড়ায় সুগন্ধা বাসের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন,চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকার প্রয়াত মো. শরীফের ছেলে মাহবুবুর রহমান (৪৫) ও আগ্রাবাদ এলাকার সিরাজুল হকের ছেলে মোজাম্মেল হক লিটন (৩৬)। তিনি আরো জানান,সকালে পটিয়া পৌর সদরের আল্লাই কাগজিপাড়া এলাকায় চট্টগ্রাম শহরমুখী বাসের সঙ্গে কক্সবাজারমুখী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন