নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ধরে নেওয়ার পর পাঁচ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিজিপির মধ্যে সমন্বয় শেষে আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াই টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। টেকনাফে বিজিবির ২নং ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আজ শনিবার সকালে টেকনাফের কানজরপাড়ায় নাফ নদীতে মাছ ধরার সময় জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিজিপি। এ সময় নুরুল ইসলাম নামে এক জেলে গুলিবিদ্ধ হন। সে সময় আজিজুল্লাহ, ইয়ার মাহমুদ, শাহ আলম,মো. রফিক, পেটার্স আলী নামে পাঁচ জেলেকে ধরে নিয়ে যায় বিজিপি।