নিউজ ডেস্কঃ দীর্ঘ ২২ বছর পর চট্টগ্রামের রাউজান উপজেলা যুবলীগের সম্মেলনকে ঘিরে যুব কংগ্রেসদের মধ্যে দেখা দিয়েছে ফুরফুরে মেজাজ ও উৎসাহ-উদ্দীপনা। আগামীকাল শনিবার সকাল ১০টায় রাউজান কলেজ মাঠে অনুষ্ঠিতব্য এ সম্মেলনকে সুন্দর ও সুষ্টুভাবে সফল করতে ইতিমধ্যে নেতা-কর্মীরা কাজ করেছেন। সাজানো হয়েছে জাতীয় মানের আদলে। এ সম্মেলনকে ঘিরে নিজ উপজেলা রাউজানে আসছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও প্রধান বক্তা থাকবেন রাউজানের টানা তিনবারে এমপি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। একইভাবে সম্মেলনের মাধ্যমে সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আসতে ত্যাগ, জেল, জুলুম ও নির্যাতনের বিষয়গুলো শীর্ষনেতাদের তুলে ধরার চেষ্টায় করছেন পদ-প্রত্যাশীরা। এতে সেই যোগ্যতার ফলাফল ঘোষনা হবে সম্মেলনেই।
উরকিরচর ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা সৈয়দ আবদুল জব্বার সোহেল বলেন,দীর্ঘ বছর পর হতে যাওয়া এ সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীরা উৎসাহ-উদ্দীপনার মধ্যে রয়েছে। যোগ্য,ত্যাগী ও নির্যাতিত নেতারাই এ সংগঠনের নেতৃত্বে আসবে এমন প্রত্যাশা করছি। জানা যায়,এ সম্মেলনে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এবং রেলপথ মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী ছাড়াও সম্মেলনে উদ্বোধক থাকবেন উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএম আবদুল্লাহ আল মামুন,বিশেষ বক্তা থাকবেন উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এসএম রাশেদুল আলম। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বশির উদ্দিন খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি থাকবেন উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক এহছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ, উত্তর জেলা যুবলীগ নেতা জাফর আহমেদ, সেলিম উদ্দিন।
দলীয় সূত্রে জানা গেছে,১৯৯৬ সালে উপজেলা যুবলীগের কমিটি গঠিত হয়েছিল। এসময় মুসলিম উদ্দিন খান জয়নালকে সভাপতি ও বশির উদ্দিন খানকে সাধারণ সম্পাদক করা হয়। এবারের সম্মেলনে হবে দুইটি কমিটি। উপজেলা যুবলীগ ও রাউজান পৌরসভা যুবলীগ কমিটি। দুইটি কমিটিতে স্থান পাবে দুই শতাধিক যুবক। যাদের ইতিমধ্যে বায়োডাটা সংগ্রহ করছে সম্মেলন বাস্তবায়ন কমিটি। এতে যাছাই-বাছাই করে যোগ্য নেতা বিবেচনা করবেন কমিটি। ঘোষনা হবে সম্মেলনেই। উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সাবেক ছাত্র ও প্যানেল মেয়র নেতা জমির উদ্দিন পারভেজ ও সাবেক ছাত্র নেতা উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেলের নাম অনেকটা নিশ্চিত বলেও স্থানীয় নেতা-কর্মী সূত্রে জানা গেছে। তবে দুজনই দলের নানাবিধ দুঃসময়ে রাজপথে কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতা-কর্মীদের পাশে থেকে আন্দোলন,নির্যাতনের শিকার হয়েছিল এবং একইভাবে অন্যান্য পদ-প্রত্যাশী নেতারাও রাজপথের আন্দোলন সংগ্রামে মাঠ ছেড়ে যাননি বলেও জানান নেতা-কর্মীরা।