News71.com
 Bangladesh
 10 Feb 18, 11:07 AM
 1053           
 0
 10 Feb 18, 11:07 AM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাস্তার দিকে হাত বাড়ালে সে হাত বিচ্ছিন্ন করে দেওয়া হবে।।ডিআইজি মনির উজ জামান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাস্তার দিকে হাত বাড়ালে সে হাত বিচ্ছিন্ন করে দেওয়া হবে।।ডিআইজি মনির উজ জামান

নিউজ ডেস্কঃ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনির উজ জামান জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের লাইফ লাইন।তিনি বলেন,কেউ যদি ওই মহাসড়কের কোনো পরিবহনের দিকে হাত বাড়ায় তবে ওই হাত বিচ্ছিন্ন করে দেওয়া হবে।গত বৃহস্পতিবার রাতে ফেনী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিআইজি এস এম মনির উজ জামান।আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও নাশকতা প্রতিরোধ বিষয়ে আলাপ করার সময় এসব কথা বলেন ডিআইজি মনির উজ জামান।জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।এর পরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন ডিআইজি।

ডিআইজি মনির উজ জামান বলেন,আমি পরিষ্কার ভাষায় বলতে চাই কেউ যদি রাস্তার দিকে হাত বাড়ায় বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পরিবহনের দিকে সে হাত আমরা বিচ্ছিন্ন করে দিব।ডিআইজি বলেন, ২০১৪ সাল আর ২০১৮ সালে এক নয় দেশের উন্নয়নের কারণে মানুষের মনোজগতের অনেক পরিবর্তন হয়েছে। যারা ২০১৩-২০১৪ সালে দেশকে অশান্ত ও অস্থিতিশীল করতে চেয়েছিল জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবং পরের বছর ওই নির্বাচনের এক বছর পূর্তিকে কেন্দ্র করে দেশের মহাসড়কগুলোতে পেট্রলবোমা হামলাসহ বিভিন্ন সহিংসতা হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক দফা পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে নিহত ও আহত হয় বহু মানুষ। ক্ষতিগ্রস্ত হয় পরিবহন ব্যবস্থা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন