নিউজ ডেস্কঃ চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ চার নেতাকে দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুইদিন করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুই মামলায় ১০ দিন করে রিমান্ড আবেদনের উপর শুনানি শেষে আদালত এই দিয়েছেন আদালত। অন্যদিকে আরও ৮ নেতাকর্মীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। আজ সোমবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম সাহাদাৎ হোসেন ভূইয়া এ আদেশ দেন বলে জানান চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।
তিনি বলেন,যাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দেওয়া হয়েছে তারা হলেন,বিএনপির চট্টগ্রাম মহানগর সভাপতি ডা.শাহাদাৎ হোসেন, নগর বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর নূর,সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম এবং যুবদল নেতা আব্দুল কাদের জসীম। এর আগে দুপুরে রিমান্ড শুনানির জন্য শাহাদাতসহ বিএনপির নেতাকর্মীদের আদালতে হাজির করা হয়েছিল।
প্রসঙ্গত,গত ৮ ফেব্রুয়ারি দুপুরে বেগম খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। পরে পুলিশ কার্যালয়ের ভেতরে ঢুকে নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন ও চার মহিলা নেত্রীসহ ১৬ জনকে আটক করে। এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি কোতোয়ালী থানায় পুলিশের ওপর হামলা ও সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়। ওই মামলায় নেতাকর্মীদের আটকের পাশাপাশি রিমান্ডের আবেদনও করা হয়েছিল।