নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের স্থানীয় তরুণ সাংবাদিক শাহ মনির পলাশকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মাছিমনগর গ্রামে পারিবারিক জমি সংক্রান্ত বিষয় নিয়ে চাচাতো ভাইদের হামলার শিকার হন সাংবাদিক পলাশ। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেন। নিহত পলাশ দৈনিক রুপবানী পত্রিকার জেলা প্রতিনিধি ও লক্ষীপুর সরকারি কলেজের স্নাতক (বিএ) ফলপ্রার্থী ছিল। নিহতের পরিবার,গ্রামবাসী ও পুলিশ জানায়,গতকাল বুধবার সকালে মাছিমনগর গ্রামে পারিবারিক সীমানা বিরোধের জের ধরে আতারুজ্জামানের দুই ছেলে ইউছুপ ও আবু ছাইদ সাংবাদিক পলাশের বাবা আব্দুল মন্নানকে মারধর করে। এসময় বাবাকে বাঁচাতে গিয়ে তাদের হামলার শিকার হন পলাশও।
এক পর্যায়ে তারা কাঠের টুকরো দিয়ে পলাশকে বেধড়ক পিটিয়ে তার মাথা ও বুক থেতলে দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতিতে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। হামলার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আজ বৃহস্পতিবার সকালে মারা যায় পলাশ। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে উঠেন এলাকাবাসী। খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবি নিয়ে দলমত নির্বিশেষে বিক্ষোভ মিছিল করেন তারা। সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান,পারিবারিক সীমানা জটিলতা নিয়ে চাচাতো ভাইদের হামলায় আহত সাংবাদিক মারা গেছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে,জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।