News71.com
 Bangladesh
 23 Feb 18, 09:30 AM
 1043           
 0
 23 Feb 18, 09:30 AM

কক্সবাজারে উখিয়া থেকে ১১ সন্দেহভাজন বিদেশি নাগরিক আটক করেছে র‍্যাব।।

কক্সবাজারে উখিয়া থেকে ১১ সন্দেহভাজন বিদেশি নাগরিক আটক করেছে র‍্যাব।।

নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়া থেকে ১১ সন্দেহভাজন বিদেশি নাগরিককে আটক করেছে র্যা ব ৭। রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে দুপুর সাড়ে ১১টার সময় উখিয়া ডিগ্রী কলেজ সংলগ্ন ত্রাণ কেন্দ্রের সামনে থেকে তাদের আটক করা হয়।প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‍্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রহুল আমিন।আটক বিদেশী নাগরিকদের মধ্যে ইউকে’র ২ জন, নেদারল্যান্ডেরর ১ জন, তুরস্কের ১ জন, দক্ষিণ কোরিয়ার ১ জন, কেনিয়ার ১ জন, ইতালির ২ জন, ব্রাজিলের ১ জন, বেলজিয়ামের ১ জন ও নরওয়েরের ১ জন নাগরিক রয়েছে।র্যা ব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রহুল আমিন জানান, আজ শুক্রবার সকালে উখিয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ যৌথ তল্লাশি পোস্ট বসানো হয়। এসময় ওইসব বিদেশিদের কাগজপত্র যাচাই করা হয়। কিন্তু আটককৃতদের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ছিলো না। শুধু পাসপোর্টের ফটোকপি ছিলো। তাই তাদের আটক করা হয়। আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল খায়ের জানান, র‍্যাব ১১ জন বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন