নিউজ ডেস্কঃ কুমিল্লা সদর উপজেলায় কালিরবাজার ইউনিয়নের ধনুয়াখলা গ্রামে মোবারক হোসেন নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।গতকাল শুক্রবার গভীর রাতে দিকে এ ঘটনা ঘটে।জানা গেছে, সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি ট্রাভেলস ব্যবসার মাধ্যমে বিদেশে লোক পাঠাতেন। গতকাল রাতে বাসার জানালা দিয়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখেনেই তিনি মারা যান।ময়নামতি ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহমুদুল হাসান রুবেল জানান, দুর্বৃত্তরা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।