News71.com
 Bangladesh
 02 Mar 18, 10:54 AM
 1049           
 0
 02 Mar 18, 10:54 AM

মিয়ানমার সীমান্তে উত্তেজনা।।রো‌হিঙ্গাদের লক্ষ করে‌ গু‌লি, সতর্ক বিজিবি  

মিয়ানমার সীমান্তে উত্তেজনা।।রো‌হিঙ্গাদের লক্ষ করে‌ গু‌লি, সতর্ক বিজিবি   

নিউজ ডেস্কঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের নোম্যান্সল্যা‌ন্ডে আশ্রয় নেয়া রো‌হিঙ্গা‌দের ভয়ভী‌তি দেখা‌তে গু‌লিবর্ষণ করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বা‌হিনী।ফলে সেখানে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিতে মরিয়া হয়ে ওঠা মিয়ানমার সেনাদের হুমকি-ধমকিতে সীমান্তে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে।গতকাল বৃহস্‌ওতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।এ ব্যাপারে বি‌জি‌বি ও স্থানীয়রা জানায়, জেলার ঘুমধুম ইউনিেয়নের তুমব্রু কোনাপাড়া সীমা‌ন্তে গু‌লি ছুড়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বা‌হিনী।সীমান্তের নোম্যান্সল্যান্ডে আশ্রয় নেয়া রো‌হিঙ্গাদের ভয়ভী‌তি দেখাতে মিয়ানমারের সীমান্তরক্ষী বা‌হিনী বি‌জি‌পি কয়েক রাউন্ড ফাঁকা গু‌লি ছোড়ে।

নাম প্রকাশে অনিনচ্ছুক বি‌জি‌বির এক কর্মকর্তা জানান, কাঁটাতারের বেড়া পে‌রিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বি‌জি‌পির এক সদস্য নোম্যান্সল্যা‌ন্ডের আশ্রয় ক্যাম্পে চলে আসে।রো‌হিঙ্গারা তাকে তাড়া করে।এ সময় রো‌হিঙ্গাদের সঙ্গে সীমান্তরক্ষীদের বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে।একপর্যায়ে গু‌লি ছুড়ে মিয়ানমার বা‌হিনী।তিনি আরও জানান, রো‌হিঙ্গারা আতঙ্কে ছুটাছু‌টি করছে।কিন্তু রো‌হিঙ্গাকে বাংলা‌দে‌শে অনুপ্রবেশ করতে পারে‌নি।সীমান্তে সতর্কবস্থায় রয়েছে বি‌জি‌বি। এদিকে, এ ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে রো‌হিঙ্গাসহ সীমান্ত অঞ্চলের বা‌সিন্দাদের মধ্যে।তবে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বি‌জি‌বি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন