নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরে একটি যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সিএনজিতে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা সবাই একই পরিবারের সদস্য। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পৌর এলাকার দক্ষিণ মজুপুর গ্রামের লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, নিহত শিশুর মা সুইটি আক্তার (৩২), সুইটির বাবা আবদুস সহিদ (৫০) ও তার ভাই এমরান হেসেন (৩৫)। এমরান হোসেন অটোরিকশার চালক ছিলেন। তাদের বাড়ি সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের মিরিকপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর শহর থেকে ছেড়ে যাওয়া জকসিনমুখী অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা আনন্দ পরিবহন নামে একটি যাত্রীবাহী লোকাল বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা চালক ও শিশুসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। সেখানে শিশু সাদিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।