নিউজ ডেস্কঃ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সমন্বয় পরিষদের প্রার্থী আবু মোহাম্মদ হাশেম। তিনি পেয়েছেন ২ হাজার ৯৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের নাজিম উদ্দিন চৌধুরী পেয়েছেন ২ হাজার ৫৮ ভোট। সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন সমন্বয় পরিষদের এএইচএম জিয়াউদ্দিন। তিনি টানা তিনবার এ পদে বিজয়ী হলেন। এবার তিনি পেয়েছেন ১ হাজার ৯৫৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের আবদুস সাত্তার সরওয়ার ১ হাজার ৬২৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী কিশোর কুমার দাস পেয়েছেন ৫৬২ ভোট। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভোট গণণা শেষে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে। এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম চৌধুরী বলেন, সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয় পেয়েছে সমন্বয় পরিষদ। সিনিয়র সহ-সভাপতিসহ ৯টি পদে ঐক্য পরিষদ জয় পেয়েছে। এবার ১৯টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৩৯ জন। ভোটার ছিলেন সাড়ে ৫ হাজার। ভোট প্রদান করেছেন ৪ হাজার ১৯৩ জন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, সিনিয়র সহ-সভাপতি পদে ঐক্য পরিষদের মো. শফিক উল্লাহ পেয়েছেন ২ হাজার ২৫৮ ভোট। সহ-সভাপতি পদে সমন্বয়ের মো. আজিজুদ্দিন হায়দার পেয়েছেন ২ হাজার ২৬১ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ঐক্যের এরশাদুর রহমান রিটু পেয়েছেন ২ হাজার ৫৪৭ ভোট। অর্থ সম্পাদক পদে সমন্বয়ের সালাউদ্দিন মনসুর রিমু পেয়েছেন ২ হাজার ৬৭৪ ভোট। পাঠাগার সম্পাদক পদে সমন্বয়ের মো. জাহিদুল ইসলাম চৌধুরী পেয়েছেন ২ হাজার ৪০৪ ভোট। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে ঐক্যের লাইলা নুর পেয়েছেন ২ হাজার ১৫৬ ভোট। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সমন্বয়ের মো. মেজবাহ উদ্দিন দুয়েল ২ হাজার ৩৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।