নিউজ ডেস্কঃফেনীর লালপুল এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৬৪০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৮ লাখ ২০ হাজার টাকা। আটক দুই জন হলেন- মো. সলিমুল্লাহ সেলিম (২২) ও মো. জুবায়েরকে (২৫)। তাদের বাড়ি কক্সবাজারে। বুধবার (১৬ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-৭ ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদে তারা জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের পাশে লালপুলস্থ হক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাঁকা রাস্তার ওপর মাদকদ্রব্য কেনা-বেচার জন্য অবস্থান করছেন।
এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে র্যাবের একটি দল ওই স্থানে অভিযান চালিয়ে মো. সলিমুল্লাহ সেলিম ও মো. জুবায়েরকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৩ হাজার ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১৮ লাখ ২০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত সুকৌশলে কক্সবাজার থেকে ইয়াবা এনে ফেনীর বিভিন্ন জায়গার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করত।