News71.com
 Bangladesh
 16 Feb 22, 11:22 PM
 314           
 0
 16 Feb 22, 11:22 PM

বাংলায় সাইনবোর্ড না লেখায় চসিকের জরিমানা।।

বাংলায় সাইনবোর্ড না লেখায় চসিকের জরিমানা।।

নিউজ ডেস্কঃ নির্দেশনা অনুযায়ী সাইনবোর্ডে বাংলা না লেখায় নগরের জিইসি মোড়, দামপাড়া, লালদীঘির পাড় ও ধনিয়ালাপাড়ায় অভিযান চালিয়ে ৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এর মধ্যে ইল্লিয়িনাকে ১০ হাজার, ডালাস ফার্নিশিং ফেব্রিক্সকে ৫ হাজার, গ্রামসিকোকে ২ হাজার, আর্চিসকে গ্যালারিকে ১ হাজার, ওয়াসা মোড়ের চা-টাইমকে ৫ হাজার, লালদীঘিপাড়ে বাটা শোরুমকে ২হাজার, অলব্রান্ডকে ১হাজার ও এন্টিককে ১হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন। স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে পৃথক অভিযানে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করার অপরাধে নগরের ধনিয়ালাপাড়া রোডের কদমতলী পর্যন্ত ৬ দোকানির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন